পোশাক খাতে নিরাপত্তা উন্নয়নে সহায়তা দেবে জার্মানি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১০ ২২:৩৩:১৯


পোশাক কারখানার নিরাপত্তা উন্নয়নে সহায়তা দেবে জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্টারপ্রাইজ জিআইজেড। কারখানা পর্যায়ে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কমিটির সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। এই কার্যক্রমের অধীনে শ্রমিক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যও রয়েছে। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, জিআইজেডের প্রকল্প সমন্বয়কারী ড. মাইকেল ক্লোড ও ব্যবসা ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান পার্টিসিপ জিএমবিএইচের উপদেষ্টা মো. মঞ্জুর মোর্শেদ। রাজধানীতে বিজিএমএর গুলশান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, বিজিএমইএর সদস্য কারখানার পার্টিসিপেশন কমিটি, সেফটি কমিটি ও এন্টি-হ্যারাসমেন্ট কমিটির সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি সহায়তা দেবে জিআইজেড। এসব কমিটির যে সব সদস্য ইতোমধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষণ পেয়েছেন তারা বাকি সদস্যদের প্রশিক্ষণ দেবেন।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি বলেন, কর্মক্ষেত্রের নিরাপত্তা উন্নয়নে গত ৮ বছরে নজিরবিহীন উদ্যোগ গ্রহণ এবং অগ্রগতি অর্জন করেছে দেশের পোশাক খাত। অগ্নি মহড়া, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ইস্যু, সামাজিক সংলাপ এবং সুষ্ঠু শিল্প সম্পর্ক সবই ছিল এই কার্যক্রমের আওতায়। জিআইজেড এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় কারখানার বিভিন্ন কমিটি, শ্রমিক ও ব্যবস্থাপনা প্রতিনিধিদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এতে পোশাক খাত আরও উপকৃত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক রাজীব চৌধুরী, সাবেক পরিচালক এএনএম সাইফুদ্দিন ও জিআইজেডের সিনিয়র উপদেষ্টা সারওয়াত আহমেদ।

এএ