পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১১ ১১:০৫:৫১


পেরুতে একটি বাস দুর্ঘটনার কারণে চার বছরের এক শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদে বাসটি একশ মিটার (৩২৮ ফুট) নিচের ঢালে নেমে যায়। কয়েক ঘণ্টার পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিল বলে জানা গেছে। এই দুটি এলাকার সংযোগ সড়কের মধ্যে ৩৪০ কিলোমিটার (২১১মাইল) পথ পাড়ি দিতে রাস্তার খারাপ অবস্থার কারণে ১৪ ঘণ্টা সময় লেগে যায়।।

অভিযোগ রয়েছে, বেহাল সড়ক, বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। গতবছর নভেম্বরেও একই সড়কে ১০ জন মানুষ নিহত হন।

এম জি