ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-১১ ১৬:১৫:৩০


কক্সবাজারে ছোট ভাই-বোনদেরকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমা (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার মৌলভী ইমাম হোসেনের মেয়ে।

ইমাম হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি স্ত্রীসহ সৈকত পাড়ের জমিতে সবজি ক্ষেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে সে। খবর পেয়ে এলাকাবাসী কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শরীফ উদ্দিন জানান, ‘আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজি ক্ষেতে কাজ করছিলো। এ সময় সালমা তার সহপাঠীদের নিয়ে খেলা করার সময় গলায় ফাঁস লাগে। সালমার বড় ভাই আবদুল্লাহ মাদরাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে সবজি ক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।’

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।’

এম জি