ইউক্রেনকে জলে-স্থলে তিনদিকে ‘ঘিরে ফেলছে’ রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১২ ১৪:৪১:৪২
চলমান তীব্র উত্তেজনার মধ্যে ইউক্রেন ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে রাশিয়া।প্রতিবেশী বেলারুশের সঙ্গে বৃহস্পতিবার যৌথ সামরিক মহড়ায় হাজারো রুশ সেনা অংশ নিয়েছে। ১০ দিনের ওই মহড়ার পাশাপাশি দেশটি দখলকৃত ক্রিমিয়া ও পশ্চিমাঞ্চলে অতিরিক্ত সামরিক যান ও সম্মুখযোদ্ধা পাঠিয়েছে। এরই মধ্যে আগামী সপ্তাহে কৃষ্ণসাগর ও আজভ সাগরে নৌ অভিযানের ঘোষণা দিয়েছে মস্কো। এমন প্রেক্ষাপটে রাশিয়ার বিরুদ্ধে সমুদ্র অবরোধের অভিযোগ তুলেছে ইউক্রেন। বাস্তবে জলে-স্থলে তিন দিক থেকে সাবেক সোভিয়েতভুক্ত দেশটিকে ঘিরে ফেলছে রাশিয়া। বৃহস্পতিবার প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও এমন দৃশ্য দেখা গেছে। পশ্চিমাদের সঙ্গে চলমান কূটনীতির মধ্যে মস্কোর এই সামরিক তৎপরতা অশুভ পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে বলে বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, পশ্চিমারা রাশিয়ার প্রধান নিরাপত্তা উদ্বেগের বিষয়ে গুরুত্ব দিচ্ছে না দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে আলোচনা মানে একজন বধিরের সঙ্গে শব্দহীন কথোপকথন। পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে চলমান কূটনীতিকে বৃহস্পতিবার এভাবেই মূল্যায়ন করেছেন তিনি। তবে রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, পূর্ব ইউরোপের নিরাপত্তা স্থাপত্য নিয়ে নতুন আকার দিতে পশ্চিমাদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে লিখিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে মস্কো।
পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চললেও ইউক্রেনের উত্তর-পূর্ব-দক্ষিণে রাশিয়ার দ্রুত সামরিক তৎপরতা অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে। বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত স্যাটেলাইট দৃশ্যে দেখা গেছে, নতুন করে ক্রিমিয়া, পশ্চিম রাশিয়া ও বেলারুশে সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে মস্কো। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সব নাগরিককে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছেন।
বাইডেন যখন এ আহ্বান জানিয়েছেন, তখন বেলারুশে যুদ্ধযান উড়িয়ে বিমান মহড়া শুরু করেছে রাশিয়া, ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পূর্ব সাইব্রেরিয়ায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন দেশটির মেরিন সেনারা।
কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়ার বড় নৌ মহড়ার প্রস্তুতি শুরুর পর ইউক্রেনের বাণিজ্যিক নৌপথ বন্ধের অভিযোগ করেছে কিয়েভ। তবে এসব সামরিক মহড়াকে আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে বলে দাবি করেছে ক্রেমলিন। এ সামরিক তৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমারা। তারা বলছে, তাদের বিশ্বাস পুতিন ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত নেবেন না। তবে দেশটি ঘিরে রুশ সেনাদের এমন অবস্থান মানে পুতিনকে সংক্ষিপ্ত নির্দেশে হামলা শুরুর সুযোগ তৈরি করে দিচ্ছে। এই অবস্থাকে ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত বলে বর্ণনা করেছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।
সানবিডি/এনজে