বন্যহাতির আক্রমণে ভাঙল চা শ্রমিকদের ঘর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১২ ১৭:০৭:২৭


চট্টগ্রামের বাঁশখালীর চাঁনপুর-বৈলগাঁও চা বাগানে দুই শ্রমিকের ঘর ভেঙে দিয়েছে বন্যহাতি। শুক্রবার দিবাগত রাত ২টায় ঘর ভেঙে দেওয়ার পর থেকে সাত শতাধিক শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চা বাগান কর্তৃপক্ষ স্থানীয় বনবিভাগকে বিষয়টি অবহিত করলেও বন কর্মকর্তারা কোনো ব্যবস্থাগ্রহণ করেননি বলে অভিযোগ শ্রমিকদের।

চা বাগান শ্রমিকরা বলেন, শুক্রবার রাত ২টায় চা বাগানের রংপুর টিলা নামক স্থানে আকস্মিক একটি বন্যহাতি ঢুকে পড়ে।

ওই সময় হাতিটি গর্জন শুরু করলে শ্রমিকরা ঘুম থেকে উঠে পরিবার পরিজন নিয়ে চা বাগানের বিভিন্ন পাহাড়ে ছোটাছুটি করতে থাকে। এ অবস্থায় হাতিটি শুঁড় দিয়ে প্রথমে শ্রমিক জসিম উদ্দিনের ঘর ভেঙে দেয়। পরে শ্রমিক গেদু মিয়ার ঘর ভেঙে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা অভিযোগ করেন, এই বাগানের বিভিন্ন পাহাড়ে অনন্ত আটটি বন্যহাতির সার্বক্ষণিক বিচরণ রয়েছে। চা বাগান এলাকায় হাতির উপযুক্ত খাবারের কোনো ফলদ, বনজ গাছ না থাকলেও সরকারি পাহাড়গুলো বনদস্যুদের দখলে থাকায় হাতির দল নিরাপত্তার জন্য চা বাগানে আশ্রয় নিয়েছে।

চা বাগানের ব্যবস্থাপক মো. আবুল বশর বলেন, চা বাগানে হাতির ভাঙচুর ও হাতির বিচরণ সর্ম্পকে বন কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু বন কর্মকর্তারা কোনো ব্যবস্থাগ্রহণ করেননি। ফলে চা বাগানের কর্মকর্তা ও শ্রমিকরা সার্বক্ষণিক বন্য হাতির আতঙ্কে রয়েছে।

কালীপুর রেঞ্জের সাধনপুর বনবিট কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, চা বাগান এলাকাটিতে হাতির দল নিরাপত্তা ভেবে আশ্রয় নিয়েছে। তাই আমরা চা বাগানে আশ্রিত হাতিদের তাড়াতে চাই না। হাতির দল যাতে শ্রমিকদের ওপর হামলা না করে সেজন্য কী করা যায় তা ভাবছি।

সানবিডি/এনজে