ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৩ ১১:১৫:১৪
তিনটি ওয়ানডে এবং দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে আফগান দল। তবে নিজেদের দুই তারকা খেলোয়াড় রশিদ খান ও মোহাম্মদ নবিকে ছাড়াই সপ্তাহখানেক আগেই কন্ডিশনিং ক্যাম্প করতে বাংলাদেশে চলে আসতে হয়েছে দলটিকে।
শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা।
রাজধানীর একটি হোটেলে রাতটুকু কাটিয়েছে তারা। আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে চলে যাবে আফগান বহরটি। সেখানেই ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের কন্ডিশনিং ক্যাম্প। এরপর তারা যাবে চট্টগ্রামে।
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির লড়াই শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে চট্টগ্রামে। সেই সিরিজের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতেই মূলত আগেভাগে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান।
দলের সঙ্গে না এলেও রশিদ ও নবি ওয়ানডে সিরিজের আগেই আসবেন বাংলাদেশে। তাদের আগমনের সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে এ দুই তারকা ক্রিকেটারের।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
প্রথম ওয়ানডে – ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে – ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে – ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
প্রথম টি২০ – ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি২০ – ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)