রাশিয়া ও ইউক্রেনের উত্তেজনা: প্রভাব পড়েছে আমেরকিার পুঁজিবাজারে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৩ ১২:০৬:১০
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে উত্তেজনা। এতে প্রভাব পড়েছে বিশে^র সবচেয়ে বড় অর্থনীতির দেশে আমেরকিার পুঁজিবাজারে।
অব্যাহতভাবে শেয়ারের দাম বাড়তে থাকা নিউ ইয়র্ক সহ অধিকাংশ পুঁজিবাজারে হঠাৎ করে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করেছে। একই সাথে কমেছে সুচকও।
পুঁজিবাজারে আমেরিকা আগেই সতর্ক করে বলেছিল যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ কয়েক দিনের মধ্যে আসতে পারে। একই সাথে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তার নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানায়।
এতে ব্যাপক ভাবে প্রভাব পড়েছে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের পুঁজিবাজারে। নিউ ইয়র্ক’র পুঁজিবাজারে এসএন্ডপি-৫০০ সুচক হ্রাস পেয়েছে ১.৯ শতাংশ।
একই সাথে বিস্তৃত ইউএস ইক্যুইটি ব্যারোমিটার কমেছে ৭ শতাংশ। যা ২০২২ সালের শুরুতে এযাবত কালের মধ্যে সবচেয়ে বেশি কমেছে।প্রযুক্তি খাতের নাসডাক কম্পোজিট কমেছে ২.৮ শতাংশ। এর এক দিন আগে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারে দাম কমেছে ২.১ শতাংশ।
এদিকে সকল খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম যখন কমছে। ঠিক তখনই প্রতিরক্ষা খাতে ঠিকাদারদের কোম্পানির শেয়ারের দাম বড়ছে। নর্থরপ গ্রুম্যান’র শেয়ারের দাম বেড়েছে ৪.৫ শতাংম। এলথ্রি হ্রারিস টেকনোলজি’ শেযারের দামা বেড়েছে ৩.৭ শতাংশ। লকহিড মার্টিন এ শেয়ারের দাম বেড়েছে ২.৮ শতাংশ।
সানবিডি/এসএ