মেলায় নিষিদ্ধ কোন বই বিক্রি বা প্রদর্শন করা যাবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৩ ১৭:০২:৫১


ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিংবা নিষিদ্ধ কোন বই মেলায় বিক্রি বা প্রদর্শন করা যাবে না। এ ধরনের বই কেউ বিক্রি বা প্রকাশনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা চাই সবাই মিলে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ করতে এ মেলা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে বইমেলার সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বইমেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বইমেলার প্রবেশের গেট এবং চারদিকে কঠোর নজরদারিতে রাখবে।

শফিকুল ইসলাম বলেন, বইমেলা প্রাণের মেলা। কিন্তু এই মেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি মেলায় প্রবেশ ও বাইরের ক্ষেত্রে যেসব প্রবেশদ্বার করা হয়েছে সেগুলো দিয়ে প্রবেশ করতে হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

এম জি