বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৪ ১৪:১৭:২৯


উৎপাদন নিম্নমুখী থাকার আশঙ্কায় বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম।যদিও রফতানিতে শ্লথগতির কারণে টানা দুই সপ্তাহের মতো পণ্যটির বাজারদর ছিল নিম্নমুখী। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে তথ্য বলছে, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভসে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম দশমিক ৮১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৫৮০ রিঙ্গিত বা ১ হাজার ৩৩২ ডলার ৩৮ সেন্টে। এর আগে পণ্যটির দাম ১ দশমিক ১ শতাংশ কমে গিয়েছিল। সর্বশেষ সপ্তাহে দাম কমেছে দশমিক ৬৬ শতাংশ।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, চলতি মাসে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। এ নিয়ে টানা চার মাস ধরে নিম্নমুখী থাকবে দেশটির উৎপাদন। সর্বশেষ জানুয়ারিতে উৎপাদন হয় ১৩ লাখ টন, যা আগের মাসের তুলনায় ১০ শতাংশ কম। এর মধ্য দিয়ে গত বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্নে নেমেছে উৎপাদন। মাস শেষে কমতে পারে পণ্যটির মজুদও, যা দাম বাড়াতে সহায়তা করছে।

১-১০ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ৫ থেকে ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। অন্যদিকে জানুয়ারি শেষে পণ্যটির মজুদ আশঙ্কার চেয়েও বেশি কমেছে। ছয় মাসের সর্বনিম্নে নেমেছে মজুদ। কারণ ওই মাসেও উৎপাদন এবং আমদানি ছিল নিম্নমুখী।

সানবিডি/এনজে