স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-১৪ ১৪:৩১:৪৩
নেত্রকোনায় স্ত্রী হত্যার অভিযোগে মো. মিলন মিয়া (৩০) নামে একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে নেত্রকোনা জেলা আদালত।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, লুৎফর রহমান যখন নরসিংদীতে ফ্রিজের দোকানে চাকরি করতো তখন লুৎফর রহমানের সাথে নরসিংদী জেলার শিবপুর গ্রামের নাজিম উদ্দিনের কন্যা নাছরিন আক্তারের পরিচয় হয়। এই পরিচয় সূত্রে ২০১৬ সালে ১০ জানুয়ারি তাদের বিবাহ হয়। কিন্তু বিবাহের পর লুৎফর জানতে পারে যে তার স্ত্রী দেহ ব্যবসার সাথে জড়িত। তখন থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এই নিয়ে একসময় স্বামী কর্তৃক নাছরিন নির্যাতিত হয়। ২০১৭ সনের ১১ আগস্ট মিলন মিয়া তার স্ত্রীকে নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামে রাতে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে।
পুলিশ পরদিন নাছরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ২০১৭ সনের ২০ আগস্ট নেত্রকোনা থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১৮ সনের ১৮ ফেব্রুয়ারি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ জজ উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে আজ উপরোক্ত রায় প্রদান করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট মো. নুরুল কবির।