মূল্যস্ফীতির আশঙ্কায় বৈশ্বিক বাজারে বাড়ছে তামার দাম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৫ ১৪:০৫:৪৬


বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম বিশ্বজুড়ে মূল্যস্ফীতির হার আশঙ্কাজনক হারে বাড়াচ্ছে। এ কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আপত্কালীন বিনিয়োগে ঝুঁকছেন। এতে আন্তর্জাতিক বাজারে বাড়ছে তামার দাম। খবর নাসডাক।

সর্বশেষ গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৯০৯ ডলারে।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। টনপ্রতি ধাতুটির মূল্য স্থির হয়েছে ১১ হাজার ২১৭ ডলার ৮৮ সেন্ট বা ৭১ হাজার ৩৩০ ইউয়ানে।

এ বিষয়ে তথ্য বলছে, অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে সাত বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মূলত ইউক্রেন সংকট জ্বালানি পণ্যটির মূল্যবৃদ্ধিতে বর্তমানে বড় ভূমিকা পালন করছে। রাশিয়া ইউক্রেন দখল করে নিলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন রাশিয়ার ওপর ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ফলে ব্যাহত হতে পারে শীর্ষ উত্তোলক দেশটির রফতানি।

এদিকে চলতি বছর ঘাটতিতে থাকবে ধাতুটির বাজার। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে নরনিকেল। কোম্পানিটি বলছে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে তামার ঘাটতি মাঝামাঝি পর্যায়ে থাকবে। ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৮২ হাজার টনে। বিশ্লেষকরা জানান, করোনা মহামারীর ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতির চাকা বেগবান হচ্ছে। এ ধারাবাহিকতায় বাড়ছে তামার ব্যবহার। ঊর্ধ্বমুখী ব্যবহারের কারণে উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও বাজারে ঘাটতি থাকবে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুচ্চালিত গাড়ির উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধিকেও ঘাটতির জন্য দায়ী করা হচ্ছে।

সানবিডি/এনজে