অপহরণের প্রায় দুই বছর পর গৃহবধূ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-১৫ ১৭:৪২:২১


সাতক্ষীরায় অপহরণের ১ বছর ৮ মাস পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে শারমিন সুলতানা নামের এক গৃহবধূকে উদ্ধার করেছে পিবিআই।

তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে অভিযান চালিয়ে পিবিআই সাতক্ষীরার একটি দল তাকে উদ্ধার করে।

২৮ বছরের শারমিন সাতক্ষীরা শহরের পশ্চিম পলাশপোল এলাকার হামিদ হাওলাদের মেয়ে।

পিবিআই সাতক্ষীরা জেলার ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ মীর মোহাম্মদ শাফিন মাহমুদ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

তিনি জানান, ২০২০ সালের ২০ জুন বিকেলে শারমিনকে তার শ্বশুর বাড়ির লোকজন অপহরণ করে পাচার করেছে মর্মে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন তার বাবা হামিদ হাওলাদার।

ওই সময় মামলার তদন্ত করেন সদর থানার এসআই অপর্ণা বিশ্বাস। কিন্তু তিনি ঘটনার রহস্য উদঘাটন ও অপহৃতকে উদ্ধার করতে না পারায় তদন্তের দায়িত্ব দেয়া জেলা পিবিআইকে।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই সাতক্ষীরার এসআই মোর্শেদ আলম ছায়া তদন্ত শুরু করেন। এর জেরেই রাতে রূপগঞ্জ এলাকা থেকে শারমিনকে উদ্ধার করা হয়।

এম জি