ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৬ ১৬:১১:০৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির ৩৫ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৪৪ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের ৪ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার।
এছাড়া, ব্লক মার্কেটে ফরচুন সুজের ১ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ৮০ লাখ টাকার, ইয়াকিন পলিমারের ১ কোটি ৭৯ লাখ ৮৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার টাকার, বে-লিজিংয়ের ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ১৯ লাখ ৩৯ হাজার টাকার, আরডি ফুডের ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৯৭ লাখ ৫৪ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ৯৪ লাখ ৫ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৭৭ লাখ ৬০ হাজার টাকার, গ্রামীণফোনের ৭৫ লাখ ৮০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৪৮ লাখ ৮৪ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৩১ লাখ ৮৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৫ লাখ ৮০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২০ লাখ ৬১ হাজার টাকার, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২০ লাখ ২০ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫ লাখ ৫০ হাজার টাকার, ফার্মাএইডের ১০ লাখ ৪২ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ লাখ ৮৭ হাজার টাকার, কুইন সাউথের ৯ লাখ ৬ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৮ লাখ টাকার, অ্যাপোলো ইস্পাতের ৭ লাখ ২১ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৬ লাখ ৭৫ হাজার টাকার, স্ট্যান্ডার ইন্স্যুরেন্সের ৬ লাখ ৪৮ হাজার টাকার, সিএনএ টেক্সটাইলের ৬ লাখ ৩৭ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৬ লাখ ৩২ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৫ লাখ ৭১ হাজার টাকার, তিতাস গ্যাসের ৫ লাখ ১৫ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্স-১ম মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস