ওয়েস্টার্ন ইকোনমিক করিডোরে দুই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৬ ১৬:৫১:০৮
৫৯ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (ওয়েকেয়ার) ফেজ-১ এর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। যৌথভাবে কাজটি পেয়েছে কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেড এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (ওয়েকেয়ার) ফেজ-১’ এ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। যৌথভাবে কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেড এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেডকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭৪ লাখ ২৬ হাজার ৫৪০ টাকা।
এছাড়া সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক সরকারি ক্রয়ে আরও অধিক দরদাতা, বিশেষ করে দেশি দরদাতা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি কর্তৃক ১১টি সুপারিশ এবং পরিকল্পনামন্ত্রীর পর্যবেক্ষণ অনুমোদনের জন্য দেওয়া হলেও প্রস্তাবটি আরও বিচার বিশ্লেষণ করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য ফেরত দিয়েছে ক্রয় কমিটি।
এএ