ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০২-১৬ ১৮:৩২:৪০
বিপিএলের ফাইনালে ওঠার মহারণে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাঁচামরার এই লড়াইয়ে টস জিতে ব্যাটিং নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক আফিফ হোসেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুই দল। বিজয়ী দল আগামী ১৮ ফেব্রুয়ারি ট্রফির জন্য ফরচুন বরিশালের মুখোমুখি হবে।
টস জিতে ব্যাটিং নিতে পেরে সন্তুষ্ট আফিফ। জানিয়েছেন, উইকেট ভালো, তারা আগে ব্যাটিং করে চ্যালেঞ্জিং টার্গেট দিতে চান। অন্যদিকে কুমিল্লার অধিনায়ক হতাশ টস না জেতায়। তিনি জানান, টস জিতলে ব্যাটিংই নিতেন, এখন যেহেতু রান তাড়া করতে হবে তাই সেদিকেই নজর দিতে চান।
চট্টগ্রামের জন্য সুখবর, একাদশে ফিরেছেন আগের ম্যাচে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া উইল জ্যাকস। বাদ পড়েছেন কেন্নার লুইস।
অন্যদিকে কুমিল্লার একাদশে দুটি পরিবর্তন। একাদশে এসেছেন আরিফুল হক ও আবু হায়দার রনি। বাদ পড়েছেন মাহিদুল অঙ্কন ও নাহিদুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী, ফাফ ডু প্লেসি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
উইল জ্যাকস, জাকির হাসান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, চ্যাডউইক ওয়ালটন, আকবর আলি, শামীম হোসেন পাটোয়ারী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।