মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৬ ১৯:৪১:৫৯


নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া এলাকায় বেড়াতে এসে পুলিশ কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাত শহীদ মাজার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

নিহতের মধ্যে একজনের নাম সবুজ মিয়া। তিনি নেত্রকোনা পুলিশ লাইন্সে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। অপরজন হলেন- ইনসান। তাদের দুই জনের বাড়ি শেরপুর জেলায়।

এ বিষয়ে পুলিশ স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকাল ৫টায় নেত্রকোনার সীমান্ত এলাকার কলামাকান্দায় এক দল যুবক চার মোটরসাইকেলে করে বেড়াতে গিয়েছিলেন। এর মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই দুই জন ঘটনাস্থলেই নিহত হন।

কলমাকান্দা থানার এএসআই নাজমুল ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্ত করেন। কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

সানবিডি/এনজে