বিজেএমসির নতুন চেয়ারম্যান মুহাম্মাদ সালেহউদ্দিন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৬ ২০:৫৩:৫০


বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নতুন চেয়ারম্যান হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মাদ সালেহউদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, বিজেএমসির  চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আব্দুর রউফ গত ১১ নভেম্বর সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দাঢিত্ব পালন করছেন। গত ১৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল আলম সেখকে বিজেএমসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলেও তিনি সেখানে যোগ না দেওয়ায়, আদেশটি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজেএমসির পরিচালক (পরিকল্পনা) হায়দার জাহান ফারাস অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

সানবিডি/এনজে