৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে চীনে তামা উৎপাদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৭ ১৪:৩৭:১৭


জানুয়ারিতে চীনের শীর্ষ বিগলন কেন্দ্রগুলোর তামা উৎপাদন ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। মূলত রক্ষণাবেক্ষণ ও ছুটির মৌসুমসংক্রান্ত কারণে উৎপাদনে নিম্নমুখিতা তৈরি হয়েছে। সম্প্রতি রাষ্ট্রমালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান অ্যানেকইক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যানেইক সম্প্রতি ১২টি বিগলন প্রতিষ্ঠানের তথ্য নিয়ে একটি জরিপ চালিয়েছে। চীনের মোট সক্ষমতার ৮৩ শতাংশ তামাই উৎপাদন করে এসব প্রতিষ্ঠান। গত মাসে বিগলন কেন্দ্রগুলোর উৎপাদন ৭ লাখ ৪২ হাজার ১০০ টনে নেমেছে। ডিসেম্বরে উৎপাদনের পরিমাণ ছিল ৮ লাখ ২ হাজার ২০০ টন, যদিও এক বছরের ব্যবধানে উৎপাদন ২ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

অ্যানেইক এক বিবৃতিতে জানায়, গত মাসে বিগলন কেন্দ্রগুলোতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়। এ কারণে প্রত্যাশার তুলনায় অনেক নিচে নেমে এসেছে উৎপাদন। অন্যদিকে বসন্ত উৎসবের ছুটিও উৎপাদনে প্রভাব ফেলেছে।

রক্ষণাবেক্ষণ শেষে এ মাসের প্রথম দিন থেকেই বিগলন প্রতিষ্ঠানগুলো পুরোদমে উৎপাদন শুরু করেছে। তবে গবেষণা প্রতিষ্ঠানটির প্রত্যাশা, চলতি মাসে চীনের তামা উৎপাদন স্থিতিশীল থাকবে। কারণ ২৮ দিনেই মাস শেষ হবে। মাস শেষে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৭ লাখ ৪০ হাজার টনে।

এদিকে বিদায়ী বছর চীন ১ কোটি ৪ লাখ ৯০ হাজার টন পরিশোধিত তামা উৎপাদন করেছে। আগের বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।

সানবিডি/এনজে