গভীর রাতে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৭ ১৪:৫৭:৫৪


ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে গোলচত্বরের কাছে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন, কাজল রেখা (৩৫) ও রফিকুল ইসলাম (৪০)। নিহতদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় জানা গেছে।

এ বিষয়ে ‍বিমানবন্দর থানার পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, বুধবার গভীর রাতে বিমানবন্দর গোলচত্বরের কাছের পদচারী-সেতুর নিচে দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে তিনটার দিকে বেপরোয়া গতির একটি লরি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী কাজল রেখা ও রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে লরিচালক পালিয়ে যায়।

মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। জাতীয় পরিচয়পত্রে কাজল রেখার ঠিকানা রাজধানীর দক্ষিণ গোড়ান উল্লেখ রয়েছে। রফিকুল ইসলামের বাসা উত্তরার আজমপুরে।

সানবিডি/এনজে