পূবালী ব্যাংক ও নেসকো’র মধ্যে চুক্তি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-১৭ ১৭:৩৭:০৯


পূবালী ব্যাংক লিমিটেড এবং নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড এর মধ্যে একটি চুক্তি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী এবং নেসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় পূবালী ব্যাংক লিমিটেড সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ, রাজশাহীর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, নেসকো লিমিটেডের নির্বাহী পরিচালক (ফিন্যান্স) সৈয়দ গোলাম আহাম্মদ এফসিএমএসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির অধীনে, নেসকো গ্রাহকদের পূবালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে সংগৃহীত বিদ্যুৎ বিল রিয়েল টাইমে পূবালী ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা দ্বারা পরিচালিত নেসকো লিমিটেডের কেন্দ্রীয় অ্যাকাউন্টে সহজেই জমা করা যাবে।

এএ