আমেরিকার পুঁজিবাজারে কমছে শেয়ারের দাম

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০২-১৭ ১৮:৫৩:৫৯


বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকায় পুঁজিবাজারে বেশ সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে বিনিয়োগকারিরা। এখানে বিনিয়োগকারিরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনার সর্বশেষ অবস্থা দেখার অপেক্ষায়।

এদিকে আমেরিকার পুঁজিবাজারে কমছে শেয়ারের দাম। দেশটির পুঁজিবাজারে সূচক ০.১ শতাংশ কমে ৪,৪৭৫.০১ পয়েন্টে অবস্থান করছে। একই সাথে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে ৫৪.৫৭ পয়েন্ট বা ০.২ শতাংশ হ্রাস পেয়ে ৩৪,৯৩৪.২৭ পয়েন্টে অবস্থান করছে। ব্লু চিপ সূচক কমেছে ৩০০ পয়েন্ট। একই সাথে নাসডিক কম্পোজিট ০.১ শতাংশ কমে ১৪,১২৪.১০ পয়েন্টে অবস্থান করছে।

দেশটির শেয়ার বাজারে এসএন্ডপি-৫০০ এর ভিয়াকন সিবিএস কোম্পানির শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি। কোম্পানিটি স্ট্রিমিং-এ ফোকাস করার জন্য প্যারামাউন্ট গ্লোবাল হিসাবে নিজেকে পুনঃব্রান্ডিং করার পর শেয়ারের দাম সবচেয়ে বেশি ১৭ শতাংশ কমেছে। টেক জায়ান্ট ফেসবুকের মূল প্রতিষ্ঠন মেটার শেয়ারের দাম কমেছে ২ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এসএ/এএ