ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে রাশিয়া: যক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৮ ১০:৫৭:২৯


রাশিয়া ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে এবং কয়েক দিনের মধ্যে এ হামলা হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেন, ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান এখনো সম্ভব। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাইডেন এ কথা বলেন।

সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও ঘোষণা দেওয়া হয় রাশিয়ার তরফ থেকে। তবে এ ঘোষণাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে পশ্চিমা দেশগুলো। যদিও হামলার শঙ্কা ‘ভিত্তিহীন’ বলছে রাশিয়া।

এদিকে, ইউক্রেন ন্যাটোয় যোগ দেবে কি না সেই প্রশ্নের জবাবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটোর সদস্য পদ তার দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।

রাশিয়া-ইউক্রেন সংকটের পেছনে মূলত রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থানের কারণে ক্রেমলিনের দাবি ভিন্ন। মস্কো বলছে যে তারা পুরোনো সোভিয়েত প্রতিবেশী যাতে ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করতে শুধু সতর্ক বার্তা দিচ্ছে।