খুলনায় পুকুর থেকে দুই জমজ শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-১৮ ১২:০৪:০০


খুলনার তেরখাদা উপজেলায় রাতে মায়ের পাশে ঘুমানো দুই মাস বয়সি মনি ও মুক্তা নামের দুই কন্যাশিশুর মরদেহ ভোরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়। এ বাড়ীটি ছিল শিশুদ্বয়ের নানা বাড়ী। তার নানার নাম খায়ের শেখ।

নিহত দুই শিশুর বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে। ঘটনার রাতে তার বাবা চাঁদপুরে ছিলেন।

জানা গেছে, রাতে দুইশিশু তার মা কনা বেগমের সাথে ঘুমিয়ে ছিলো। আনুমানিক রাত সাড়ে ৩টার সময় মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায় এবং দেখেন তার বাচ্চা দুটি পাশে নেই। এ সময়ে এলাকার মানুষজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকালে বাড়ি পাশের পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।