রাবিতে ভালবাসা দিবসে প্রেম বঞ্চিতদের মিছিল

প্রকাশ: ২০১৬-০২-১৪ ১৯:২০:৩৯


Rajshahi RU valentines day protest pic Date- 14.02.2016‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ নয় মন চাই, প্রেম করে বাঁচতে চাই’, ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ কর, করতে হবে’- এমন সব স্লোগানে স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাতিয়ে তুলেছিলেন ‘প্রেম-বঞ্চিত সংঘের’ সদস্যরা।

বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। রবিবার সকাল ১১টায় ‘প্রেম-বঞ্চিত সংঘের’ ব্যানারে শতাধিক তরুণ-তরুণী এসব কর্মসূচিতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে তারা এক সমাবেশেরও আয়োজন করেন।

মিছিলের নেতৃত্বে থাকতে দেখা যায় এনটিভির হা সো চ্যাম্পিয়ন হৃদয় আল মিরুকে। তিনি জানালেন, ‘ক্যাম্পাসের কিছু প্রেমিক ৫টা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে। অন্যদিকে অনেকেই একটাও পায় না। এটা খুবই বৈষম্যমূলক। আমরা সুষম বন্টন চাই।

সমাবেশে বক্তব্য দেন, প্রেম বঞ্চিত সংঘের সংগঠক হাবিব ইসলাম, মতিউর রহমান, জীসিয়া, মাজহারুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কিছু কিছু ছেলে-মেয়েরা একসঙ্গে তিন থেকে চারটি প্রেম করছে। এ জন্য প্রেমের বাজারে তীব্র প্রেমিক-প্রেমিকা সঙ্কট দেখা দিয়েছে। এ জন্য আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি। এছাড়া বক্তারা সংঘের পক্ষে টিএসসিসি ভবনে কক্ষ বরাদ্দ, প্রেমের নামে অশ্লীলতা বন্ধসহ ৬ দফা দাবি পেশ করেন।

তবে ভালোবাসা দিবসে ‘প্রেম-বঞ্চিত সংঘের’ সদস্যরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলেও দিবসটিকে ঘিরে পূর্ণতা পেয়েছিল ক্যাম্পাসের বিভিন্ন আড্ডার স্থানগুলো। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়; রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও দিবসটি নিজেদের মত করে কাটিয়েছেন।

সানবিডি/ঢাকা/রাআ