নওগাঁ’র পুলিশ সুপারকে জেলা পুলিশের সম্বর্ধনা প্রদান

প্রকাশ: ২০১৬-০২-১৪ ১৯:৩২:৫৯


Naogaon Pic_14.02-16নওগাঁ’র পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পুলিশ বাহিনীর সর্বোচ্চ বাংলাদেশ পুলিশ মেডেল ( বিপিএম) পদকে ভুষিত হওয়ায় জেলা পুলিশের উদ্যোগে এক সম্বর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যানসভায় এই সম্বর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনাসভায় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রাজেকুল ইসলাম, সদর থানার অফিসার্স ইনচার্জ জাকিরুল ইসলাম, রানীনগর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ খান, পোরশা থানার অফিসার্স ইনচার্জ শাহিন কামাল, মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ সাবের রেজা, মান্দা থানার অফিসার্স ইনচার্জ মোজাফ্ফর হোসেন, তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম, সদর থানার তদন্ত কর্মকর্তা শামসুল আলম, আরআই অব পুলিশ শামসুল আলম, ডিবি’র অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল, কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক, ডি আই ও ওয়ান মোসলেম উদ্দিন, সার্জেন্ট আবু নাহিদ পারভেজ, ও সি রেশন আব্দুস সালাম, এস আই আবুল হায়াৎ, ষ্টেনোগ্রাফার হেলাল হোসেন, এ এস আই ইয়াছিন আলী, নায়েক আশরাফুল ইসলাম, কনষ্টেবল আব্দুল মালেক এবং কনষ্টেবল আছিয়া খাতুন বক্তব্য রাখেন।

বক্তারা উল্লেখ করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বীরত্ব ও কৃতিত্বপূর্ন কর্মকান্ডের জন্য বিশেষ করে ২০১৫ সালে রাজনৈতিক সহিংসতা, নাশকতা, জেএমবি ও জঙ্গীদের অপতৎপরতা রোধ, দুর্বৃত্ত কর্তৃক হত্যাকান্ড, সরকারী সম্পদ ও জনগনের জানমালের নিরাপত্তা দক্ষতা ও বিচক্ষনতার সাথে পরিস্থিতি মোকাবেলা ও কঠোর হস্তে দমন এবং কমিউনিটি পুলিশিং ফোরামের মাঠ পর্যায়ের কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযানে সফল নেতৃত্ব, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে বলিষ্ঠ ভুমিকা পালনের জন্য তাঁকে এই পুরস্কারে ভুষিত করা হয়।

উল্লেখ্য পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক জয়পুরহাট জেলার পুলিশ সুপার থাকাকলীন সেই জেলায় সংঘটিত আলোচিত কিডনী পাচার ঘটনায় আসামীদের দ্রুত সনাক্ত এবং গ্রেফতার করায় তিনি ইতোপূর্বে পিপিএম পদকে ভুষিত হন।

সানবিডি/ঢাকা/রাআ