টুর্নামেন্ট সেরার চেয়ে ট্রফি জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ: সাকিব

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০২-১৯ ১০:৩২:২৫


শ্বাসরুদ্ধকর ফাইনালে ১ রানের ব্যবধানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বিপিএলের শিরোপা হাতছাড়া হওয়ায় হতাশ সাকিব আল হাসান। তবে শিরোপা হাতছাড়া হলেও হয়েছেন টুর্নামেন্ট সেরা। বললেন, টুর্নামেন্ট সেরার পুরস্কারের চেয়ে বিপিএলের ট্রফি জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণীতে বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান এসব কথা বলেন। তিনি বলেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে। দুই দলই অনেক ভুল করেছে। দিন শেষে কুমিল্লার কৃতিত্ব প্রাপ্য, তারা শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখেছে।’

তিনি আরও যোগ করেন, ‘কুমিল্লা যেভাবে স্নায়ু চাপ ধরে রেখেছে… শেষ ২-৩ ওভার সহজ ছিল না। শেষে শহিদুল অসাধারণ কাজ করেছে, মোস্তাফিজ দারুণভাবে সাপোর্ট দিয়েছে। সুনিল বল হাতেও দুর্দান্ত ছিল। তবে আমরা এখান থেকে অনেক ইতিবাচক দিক নিতে পারি। আশা করি পরের বছর আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবো।’

সাকিব বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল। দুই দলই ভালো খেলেছে। তবে যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে কুমিল্লা। তবে অনেক ভালো দিকই আছে। আশা করি, সেসব দিককে কাজে লাগিয়ে আগামী বছর আমরা ভালো করবো। টুর্নামেন্ট সেরা পুরস্কারের চেয়ে শিরোপা জিততে পারলেই বেশি ভালো লাগতো।

সাকিব আরও বলেন, দলের বোলিং সব ম্যাচেই ভালো ছিল। আজকের ফাইনালও তার ব্যতিক্রম নয়। দলের টিম ওয়ার্ক নিয়েও সন্তুষ্টির কথা জানান দেশসেরা এই অলরাউন্ডার।

উল্লেখ্য, সাকিবের নেতৃত্বে ফরচুন বরিশাল জায়গা করে নিয়েছিল বিপিএলের ফাইনালে। দল চ্যাম্পিয়ন হতে না পারলেও অলরাউন্ড নৈপুণ্যে সকলের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব। ব্যাটিংয়ে ২৮৪ রানের পাশাপাশি বোলিংয়ে ১৬ উইকেট শিকার করেছেন দেশসেরা এই অলরাউন্ডার। তাই টুর্নামেন্ট সেরার পুরস্কারটি উঠলো এই অলরাউন্ডারের হাতে।