চীনের ১৭০ কোটি ডলারের প্রকল্পে যুক্ত হয়েছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৯ ১৭:৩৭:৫৮
চীনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে যখন যুক্তরাষ্ট্রের শত্রুতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তখন চীনের সঙ্গে বিশাল এক প্রকল্পে প্রথম দেশ হিসেবে যোগ দিয়েছে ফ্রান্স। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব ইউরোপে ১৭০ কোটি ডলারের সাতটি অবকাঠামো বিষয়ক প্রকল্প যৌথভাবে নির্মাণ করবে এই দুটি দেশ। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্য্যে ভার্চ্যুয়াল বৈঠকের পর দুই দেশ ‘ফোর্থ রাউন্ড চায়না-ফ্রান্স থার্ড পার্টি মার্কেট কো-অপারেশন পাইলট প্রজেক্ট লিস্ট’-এ স্বাক্ষর করেছে।
এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।
গৃহীত এই সাতটি প্রকল্ডের মধ্যে আছে অবকাঠামো, পরিবেশ সুরক্ষা এবং নতুন জ্বালানি বিষয়ক। এর মোট মূল্য দাঁড়াবে কমপক্ষে ১৭০ কোটি ডলার। শুক্রবার মিডিয়ার কাছে এ তথ্য দিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে- আফ্রিকা, দক্ষিণপূর্ব এশিয়া, মধ্য ও পূর্ব ইউরোপে গুরুত্বপূর্ণ যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে তা হবে বেইজিং ও প্যারিসের মধ্যে সহযোগিতার মধ্য দিয়ে।
চীনের শীর্ষ পরিকল্পনা বিষয়ক পরিষদ ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এসব কথা বলেছে।
এতে বলা হয়েছে, চীনের সঙ্গে আন্তঃসরকার সহযোগিতামূলক মেকানিজমে থার্ড পার্টি মার্কেট প্রতিষ্ঠায় প্রথম দেশ হলো ফ্রান্স। এতে আরও বলা হয়েছে, চীনের সঙ্গে ফ্রান্সের এই যুক্ত হওয়া এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শত্রুতা বাড়ছে। এর ফলে বেইজিংয়ের ভাবমূর্তি উন্নত হবে।
সানবিডি/এনজে