ঘূর্ণিঝড় ইউনিসের আঘাত: ইউরোপে ১৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২০ ০৯:৪৩:০৯
শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড ইউরোপের উত্তরপশ্চিমাঞ্চল। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানা এ ঝড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় লক্ষাধিক মানুষ। আল জাজিরার প্রতিবেদন থেকে এ খবর পাওয়া গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের মধ্যে চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে লন্ডনে এক নারীর মৃত্যু হয়েছে। লিভারপুলে উড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা আরেক ব্যক্তি। হ্যাম্পশায়ারে উপড়েপড়া গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় মারা গেছেন একজন। পরিবহন নেটওয়ার্ক ভেঙে পড়ায় পশ্চিম ইউরোপের যাতায়াত ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়েছে।
ইউরোপের জরুরি পরিষেবা বিভাগগুলো জানিয়েছে, ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও পোল্যান্ডে উপড়ে পড়া গাছপালা ও উড়ে আসা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এসব মানুষ নিহত হয় ।
ইউনিসের প্রভাবে নেদারল্যান্ডসের ট্রেন নেটওয়ার্কও অচল হয়ে পড়েছে। ফ্রান্সের রেলযোগাযোগও ব্যহত হয় এবং প্রায় ৭৫,০০০ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
১৯৮৭ সালে ব্রিটেন ও উত্তর ফ্রান্সে ‘গ্রেট স্টর্ম’ আঘাত হানার পর সবচেয়ে শক্তিশালী এই ঝড়ে যুক্তরাজ্যে দেশব্যাপী প্রায় ৪ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার প্রথমবারের মতো লন্ডনের আবহাওয়া ‘লাল’ সতর্কতা জারি করে।
ব্রিটেনের আবহাওয়া পরিষেবা অফিস, শনিবার ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলের বেশিরভাগ এলাকার জন্য কম গুরুতর ‘হলুদ’ সতর্কতা জারি করে।
এম জি