হিলিতে কেজিতে ১২ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২০ ১৪:০৮:১৩


দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের বাড়তির দিকে পেঁয়াজের বাজার।দুদিনের ব্যবধানে পাইকারিতে মসলাপণ্যটির বাজারদর বেড়েছে ১২ টাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ টাকা। এদিকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও তা নিম্নমুখী।

হিলির কাঁচাবাজারে দেখা গেছে, দেশীয় পেঁয়াজ দুদিন আগেও ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। খুচরা বাজারে যেসব পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হয়েছিল, তা বর্তমানে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি বলেন, বর্তমানে আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ ৩১-৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এটি ২১-২২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া বাড়তি দামের কারণে নাসিক আমদানি বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমাণ দিন দিন কমছে। আগে তিন থেকে পাঁচ ট্রাক করে আমদানি হলেও বর্তমানে তা দুই ট্রাকে নেমেছে।

সানবিডি/এনজে