সহস্র সুমনের ‘কমান্ডোজ অব ব্লাড’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশ: ২০১৬-০২-১৪ ২১:৪১:০৫
বই প্রসঙ্গে সহস্র সুমন বলেন, আজ থেকে ২০০ বছর পর যদি রাজনীতিবিদেরা অতিরিক্ত দুর্নীতি আর ধর্মীয় জঙ্গিবাদকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে মহা হানাহানি ঘটায় আর সে সুযোগে পৃথিবী দখল করে নেয় এলিয়েনরা, সে সময় আমাদের কী ভূমিকা হবে এমন এক ফিকশন নিয়ে বইটি লিখিত। ধর্মের অপব্যবহারে ব্যক্তি সমাজ রাষ্ট্র কিভাবে ধ্বংসের প্রান্তে যেতে পারে, আবার মানুষের দায়িত্বশীল ভূমিকায় মানবসমাজ কিভাবে টিকে থাকতে পারে বইটি পড়ে এসব বিষয় জানা যাবে।
সাংবাদিকতা দিয়ে শুরু করা লেখকের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস- এক চিলতে বেলকনির স্বপ্ন, সায়েন্স ফিকশন- অরবিট সিক্স এবং কিশোর উপন্যাস- অনিক ও আলেকজ্যান্ডারের কথা। বইটি পাওয়া যাচ্ছে বাংলা শিখা প্রকাশনীর ১৪৯ ও ১৫০ নং স্টলে। দাম ২০০ টাকা।