দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২০ ১৬:০২:৫৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৬২ বারে ১১ লাখ ৭৯ হাজার ৯১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সমতা লেদারের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯২ বারে ৪ লাখ ৫৩ হাজার ৯৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি  টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪২৩ বারে ৬ লাখ ৬০ হাজার ২৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিকিউ বলপেনের ৯.৯৩ শতাংশ, আজিজ পাইপসের ৮.৮৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৭৭ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৭.২৭ শতাংশ, এমবি ফার্মার ৭.২২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭.১৪ শতাংশ এবং মনোস্পুর পেপারের শেয়ার দর ৫.৩৫ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস