বান্দরবানে বন্যহাতির আক্রমণে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২০ ১৮:০৬:৩০
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে এক যুবকের প্রাণহানি ঘটেছে।নিহত যুবকের নাম ওয়েফা মারমা (৩৪)।
আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ওয়েফা মারমা ইউনিয়নের লামারপাড়া এলাকার উসাপু মারমার ছেলে। সে পেশায় একজন রাখাল ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বটতলী সংলগ্ন বৈদ্যপাড়া রাস্তা পারাপারের সময় ৭-৮টি বন্যহাতির মুখোমুখি পড়ে যায় ওয়েফা মারমা। এ সময় পালানোর সময় বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মারমা বলেন, হাতির আক্রমণে আহত হবার খবর পেয়ে স্থানীয়রা ওয়েফা মারমাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের পক্ষ থেকে নিহত যুবকের লাশ সৎকারের জন্য পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, বন্যহাতির আক্রমণে সোনাইছড়িতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাশ সৎকারের ব্যবস্থা করা হয়েছে।
সানবিডি/এনজে