১২-১৩ জন চূড়ান্ত, নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-২০ ১৯:২১:৩১


নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটি প্রস্তাবিত নাম থেকে ১২/১৩ জনের তালিকা করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে সেখান থেকে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠকে এই তথ্য জানানো হয়।

সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি সার্চ কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই ১২/১৩ জনের নামের তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

চূড়ান্ত তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে কিনা এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে না। প্রয়োজন হলে মহামান্য রাষ্ট্রপতি তা প্রকাশ করবেন।

এর আগে শনিবার রাজনৈতিক দল, ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে সার্চ কমিটি যে ৩১৫ জনের নাম পেয়েছিল, সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির পঞ্চম বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়।

ওই বৈঠকের পর থেকেই সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের কর্মজীবন এবং ব্যক্তিগত পর্যায়ে তাদের সততা এবং নৈতিকতার বিভিন্ন দিক আবারও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা শুরু হয়। সেইসঙ্গে তাদের মুক্তিযুদ্ধকালীন অবস্থান বা ভূমিকাও পর্যালোচনা করা হয়। রোববার বিকেলে কমিটির ষষ্ঠ বৈঠক থেকে ১২/১৩ জনের নামের তালিকা করা হয়।

এএ