রাজশাহীর পাঁচ নারী পেলেন ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২০ ২০:২১:৪৬


রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০২২ সালের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

আজ রোববার রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমপি ফজিলাতুন নেসা ইন্দিরা।

বিভাগীয় পর্যায়ে বিজয়ী শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা সিরাজগঞ্জ সদরের সানজিদা আক্তার শিমু, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা রাজশাহী মহানগরীর সপুরা এলাকার ড. হোসনে আরা আরজু, সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন বগুড়ার নন্দীগ্রামের বুলবুলি রানী বর্মণ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে এই ক্যাটাগরিতে জয়িতা হয়েছেন বগুড়ার ধুনটের ফৌজিয়া হক বীথি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে জয়িতা হয়েছেন পাবনা সদরের কামরুন নাহার।

প্রতিমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আর নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত এ দেশকে শুধু পুনর্গঠনই করেননি, নারীর অধিকার নিশ্চিত করেছেন। স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সংবিধানের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার শীর্ষে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) ড. জিএসএম জাফরউল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

এছাড়া রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার সাজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে