সাতক্ষীরায় ৫০ হাজার টন রফতানিজাত চিংড়ি উৎপাদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২০ ২১:০৯:৩৪


মহামারি করোনকালীন পরিস্থিতিতে সাতক্ষীরায় রফতানিজাত বাগদা চিংড়ির উৎপাদন বেড়েছে।একই সঙ্গে চিংড়ির অভ্যন্তরীণ বাজারের প্রসারও ঘটেছে। এ সময় জেলায় রফতানিজাত বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে প্রায় ৫০ হাজার টন। যার অভ্যন্তরীণ বাজারমূল্য ৩ হাজার ৮৮৮ কোটি টাকার বেশি। পরিকল্পিত চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে চিংড়ি চাষ বেড়েছে বলে দাবি মৎস্য বিভাগের। বর্তমানে স্থানীয় বাজারে চিংড়ি কেজিপ্রতি ৮০০-৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে জেলায় বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে ৪৮ হাজার ৬০৫ টন। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে ২৪ হাজার ৮৮ টন ও ২০২০-২১ অর্থবছরে ২৪ হাজার ৫১৭ টন, যার অভ্যন্তরীণ বাজারমূল্য ৩ হাজার ৮৮৮ কোটি ৪০ লাখ টাকা।

সূত্রটি আরো জানায়, ২০১৮-১৮ অর্থবছরে জেলায় বাগদা চিংড়ি উৎপাদন হয়েছিল ২১ হাজার ২৩২ টন। সে হিসাব অনুযায়ী, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে দেশে যখন মহামারী করোনার প্রাদুর্ভাব চলছে তখন অর্থাৎ ওই দুই বছরে বাগদা চিংড়ি উৎপাদন বেড়েছে অন্তত ৬ হাজার টন।

সাতক্ষীরা জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রব জানান, করোনাকালে বাগদা চিংড়ির অভ্যন্তরীণ বাজার তৈরির পাশাপাশি দামও ভালো পাওয়া গেছে। বর্তমান বাগদা চিংড়ি ৯০০ টাকার বেশি পাইকারি দর যাচ্ছে, যা করোনার আগে বাজার দর ছিল ৬০০-৬২০ টাকা। কিন্ত এ সময় দেশীয় বাজার সৃষ্টি হয়েছে চিংড়ির।

বাংলাদেশ চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বাবলা বলেন, কয়েক বছরের মধ্যে বর্তমানে চিংড়ির দাম ভালো পাওয়া যাচ্ছে। শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, আমাদের দেশের অভ্যন্তরীণ বাজারেও বাগদা চিংড়ির দাম যথেষ্ট ভালো। বিশেষ করে করোনাকালে অভ্যন্তরীণ বাজার প্রসারিত হয়েছে ।

সানবিডি/এনজে