একুশের চেতনাকে ধ্বংস করেছে সরকার: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-২১ ১২:২২:৩৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একুশের চেতনাকে ধ্বংস করেছে সরকার। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তা ফিরিয়ে আনা হবে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি একথা বলেন।
এসময় তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র রক্ষা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এম জি