ইউক্রেন পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-২১ ১৬:১৩:৪৪


রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনায় ইউক্রেন পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ।একইসঙ্গে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা চাই সংঘাত পরিহার করে কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান হোক।’

বিবাদমান পক্ষগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে তাদের মতদ্বৈততা দূর করুক, এটাই বাংলাদেশ প্রত্যাশা করে বলে তিনি জানান।

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, ‘পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি দেখছে। বাংলাদেশিদের অনুরোধ সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউরোপসহ সারা বিশ্বে একটি শঙ্কা বিরাজ করছে রাশিয়া যেকোনও সময়ে ইউক্রেন আক্রমণ করতে পারে। ন্যাটো সদস্য হওয়ার ইউক্রেনের ইচ্ছার বিরোধী রাশিয়া এবং একারণে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে সেখানে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে এর সমুচিত জবাব দেওয়া হবে।

সানবিডি/এনজে