ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
প্রকাশ: ২০১৬-০২-১৫ ১০:২৭:১৭
ময়মনসিংহের তারাকান্দায় বালু বোঝাই ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচ জনসহ সিএনজি অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।
রোববার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার গাছতলা বাঘমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় এক জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে মনির হোসেন পান্না (৪০), তার স্ত্রী পপি আক্তার (৩০), ছোট ছেলে মালয়েশিয়া প্রবাসী ইমাম মেহেদী চয়নের স্ত্রী আয়েশা আক্তার (২২) ও তার শিশুকন্যা মীম (৯), নুরুল ইসলামের ছোট মেয়ে আসমা আক্তার (২০) এবং সিএনজি চালক একই উপজেলার টাকেরগড়া ইউনিয়নের গোদারিয়া রামপাড়ার হাবিবুর রহমান (৩০)। তারা অটোরিকশাটি রিজার্ভ করে নেত্রকোনার বিরিশিরিতে নিজ বাড়ি ফিরছিলেন।
আহতরা হলেন- নিহত আসমার ছেলে আরিফ (২) ও ব্যবসায়ী আরমান (২৭)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আরিফকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) আকতারুজ্জামান জানান, সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে রোগীকে নিয়ে একই পরিবারের সাত জন বাড়ি অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক ধরে বাঘমারায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৬৮৬৯) সিএনজিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচ জন এবং অটোরিকশার চালক। পরে স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল হক জানান, তারা ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।
সানবিডি/ঢাকা/এসএস