লিচু গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-২২ ১৫:১১:২৯
ঝিনাইদহের শৈলকুপায় লিচু গাছ থেকে শিরীনা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চন্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী মনজেরকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূ শিরীনা খাতুন যোগীপাড়া গ্রামের মনজের আলীর স্ত্রী এবং চন্ডীপুর গ্রামের জোনাব আলীর মেয়ে। তিনি স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়ির পাশেই বসবাস করতেন।
নিহত শিরীনার কলেজ পড়ুয়া ছেলে মো. সাব্বির বলেন, রাত ৮টার পর থেকে তার মা-বাবার মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে ঝগড়া থামাতে গেলে বাবা তার উপর চড়াও হয়। এরপর সাব্বিরের সামনে তার মায়ের পেটে কয়েকটি লাথি দেয় বাবা। পববর্তী সময়ে কোন সাড়া শব্দ আর পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশীরা তার মায়ের মরদেহ লিচু গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তাদের সংবাদ দিলে তারা লিচু বাগানে একটি লিচু গাছের সঙ্গে তার মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সকালে খবর পেয়ে লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করি। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত শেষে বলা যাবে। ’
নিহতের মরদেহ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এম জি