রাজধানীতে দুই অপহরণকারী আটক, শিশু উদ্ধার
প্রকাশ: ২০১৬-০২-১৫ ১১:০৮:০০
রাজধানীর উত্তরা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরা থেকে ছয় বছরের শিশুকে অপহরণ করার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা ও গাজীপুরে অভিযান চালিয়ে ওই শিশুসহ দুই অপহরণকারীকে আটক করা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস