ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-২২ ২০:০৮:৩২
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। ১০ জনের নাম সিলগালা করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।
তবে এই তালিকা প্রকাশ করবে না কমিটি । জানা গেছে, তালিকায় নাম রয়েছে সাবেক আমলা, শিক্ষক ও বিশিষ্টজনদের।
নিয়ম অনুযায়ী দশ জনের নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে পাঠানো হবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে । তিনি পাঁচ জনের নাম চূড়ান্ত করে নির্বাচন কমিশন গঠন করবেন।
এই ১০ জনের মধ্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির শেষ বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়। বিকালে সার্চ কমিটির সদস্যরা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সবাইকে সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়া হয়।
এদিন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম কুদ্দুস জামান, মুসলিম চৌধুরী, সোহরাব হোসাইন, ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
এর আগে রোববার বৈঠকে বসে প্রাথমিকভাবে তৈরি করা ২০ জনের নামের তালিকা থেকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি।
গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন হয়।
এএ