মেট্রোরেল করে দিয়ে চট্টগ্রামে স্মার্ট সিটি চায় চীন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২২ ২০:২১:৩৪


বন্দরনগরী চট্টগ্রামে নিজস্ব অর্থায়নের মাধ্যমে মেট্রোরেল করে দিতে চায় চীন, বিনিময়ে সমুদ্র উপকূলে স্মার্ট সিটি বানিয়ে সেখান থেকে অংশীদারত্ব চায় দেশটি।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে নিজস্ব অর্থায়নে মেট্রোরেল প্রকল্প করে দিতে চায় চীন। বিনিময়ে সমুদ্র উপকূলে ৬০ বর্গ কিলোমিটার জায়গায় চীন ও বাংলাদেশের অংশীদারত্বে স্মার্ট সিটি গড়ে তুলবে। চীন সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান ও ফরিদা খানম।

সানবিডি/এনজে