পিকআপ চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০২-২৩ ১২:২৫:৩৫


লক্ষ্মীপুরের রামগঞ্জে পিকআপ চাপায় সাজ্জাত হোসেন (১২) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। সাজ্জাদ হোসেন উপজেলার শৈরশৈই মারকাজুল উলুম ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় শৈরশৈই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার রাতের অন্ধকারে প্রশাসনের অগোচরে পিকআপে করে দ্রুতগতিতে ইটভাটায় মাটি বহন করতে থাকে। এ সময় সাজ্জাদ মাদরাসায় আসার পথে তার উপর ট্রলি উঠিয়ে দিয়ে ড্রাইভার পালিয়ে যায়।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, মাটি নেওয়ার পিকআপের চাকায় পিষ্ট হয়ে ছেলেটি নিহত হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।