বিমানে কার্গো সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৩ ১৫:২৫:২৬
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিমান কার্গো সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে গণভবন থেকে ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নতুন কেনা বিমানগুলোর সঠিক রক্ষনাবেক্ষণ এবং কোনভাবেই বিমানের যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, বিমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক। কারণ বিমান বাংলাদেশের যাত্রী ও পরিচয় নিয়ে বিভিন্ন দেশে যাত্রা করে। তাই আমাদের সংস্কৃতির সাথে মিল রেখে এর আরও উন্নতি করতে হবে।
প্রধানমন্ত্রী জানান, সৈয়দপুর, কক্সবাজার, রাজশাহী বিমানবন্দরগুলো উন্নত করা হচ্ছে যেন পার্শ্ববর্তী দেশ এই বন্দর ব্যবহার করতে পারে, এতে আর্থিক ভাবে উপকার হবে।
মহামারি করোনাকালে বিভিন্ন দেশ থেকে যাত্রীসহ ভ্যাকসিন ও মেডিকেল সামগ্রী পরিবহন, জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী নিয়ে যাওয়া মতো পদক্ষেপ নেয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সানবিডি/এনজে