ব্লক মার্কেটে লেনদেন ৩২ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৩ ১৬:৩১:১৩
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানির ৩২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার ৩ কোটি ৭৬ লাখ ১৪ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিডি ল্যাম্পসের ৩ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার টাকার।
এছাড়া, বসুন্ধরা পেপারের ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ২ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ২ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৯৯ লাখ টাকার, আরএকে সিরামিকের ৯৯ লাখ টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৮৩ লাখ ৬৪ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৭৯ লাখ ৬০ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৬৮ লাখ ১৫ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫৫ লাখ ৮ হাজার টাকার, কপারটেকের ৪৬ লাখ ৮ হাজার টাকার, গ্রীনডেল্টা ইন্সুরেন্সের ১৮ লাখ ৬৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১৫ লাখ ৩৮ হাজার টাকার, আরডি ফুডের ১৪ লাখ ৭৫ হাজার টাকার, সিলকো ফার্মার ১৩ লাখ ৬৫ হাজার টাকার, খান ব্রাদার্স পিপি ব্যাগের ১৩ লাখ ৬০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১১ লাখ ৫৬ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১১ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৮ লাখ ২৮ হাজার টাকার, ফার্মা এইডের ৬ লাখ ৯৭ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৬ লাখ ৭ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৬ লাখ ২ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৫ লাখ ৪ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৫ লাখ ৩ হাজার টাকার, ইন্ডেক্স এগ্ৰোর ৫ লাখ টাকার,টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস