দর বৃদ্ধির শীর্ষে প্যাসিফিক ডেনিমস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৪ ১৫:৩০:১৮
সপ্তাহের শেষ দিন কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৪২ বারে ১ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ক্রাউন সিমেন্টের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৩৩৭ বারে ৩ লাখ ৪ হাজার ৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা নুরানী ডাইং দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ৯৮৮ বারে ২৯ লাখ ৭৪ হাজার ৭৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইভিন্স টেক্সটাইলের ৪.৮০ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৪.৭৩ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩.৪৩ শতাংশ, জাহিনটেক্সের ২.৫০ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২.৩৫ শতাংশ, রিং শাইন টেক্সটাইলের ১,৯৪ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ১.৯২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস