ইউক্রেনের গোয়েন্দা সদরদপ্তরে রাশিয়ার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০২-২৪ ১৮:৩২:৪০


ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সদরদপ্তর থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওই সদর দপ্তরটি রাজধানী কিয়েভের মধ্যাঞ্চলে অবস্থিত।

আজ সকালে মস্কো ওই অঞ্চলে সামরিক আগ্রাসন চালায়। ইউক্রেন বলছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র তাদের কয়েকটি সামরিক কমান্ড সেন্টারে আঘাত করেছে। তবে গোয়েন্দা সদরদপ্তর থেকে ধোয়া উঠার খবর এটাই প্রথম।

সানবিডি/এনজে