খাবারের মূল্য চড়া বইমেলার ক্যান্টিনে

প্রকাশ: ২০১৬-০২-১৫ ১৪:৩২:৩৩


IMG_20160212_172004বইমেলায় খাবারের স্টলে চড়া মূল্য নিয়ে অনেক অভিযোগ দর্শনার্থীদের। এ ব্যাপারে বিভিন্ন সময়ে মেলা কর্তৃপক্ষ তথা বাংলা একাডেমিও ব্যবস্থা নিয়োর কথা জানিয়েছে। কিন্তু খোদ বাংলা একাডেমীর কর্মচারীদের তত্বাবধানে পরিচালিত ক্যান্টিনেই চড়া মূল্যে খেতে হচ্ছে বইমেলা দর্শনার্থীদের।

সরেজমিনে দেখা গেছে, একুশে বইমেলার বাংলা একাডেমির চত্বরের অংশে আর কোনো খাবারের দোকান নেই। ফলে মেলায় আসা দর্শনার্থীদের কিছু খাওয়ার জন্য একাডেমীর কর্মচারীদের ক্যান্টিনেই যেতে হয়। অনেকে দাম না জেনে খেতে বসে পড়েন, পরে দাম শুনে বিব্রত হন। অনেকে খাবার কিনে প্যাকেট করার পর দাম দিতে গিয়ে অস্বস্তিতে পড়েন।

চাকরিজীবী মোজাফফর আহমেদ।  বইমেলায় এসে ঘুরে ঘুরে ক্লান্তি নিয়ে কিছু খাওয়ার জন্য বসেন ক্যান্টিনে। তিনি বলেন, “খাবারের দাম অধিকের ওপর অধিক। বসে গেছি তাই খাবার অর্ডার করলাম। মূল্য তালিকা দেখে নিলে খাবারের অর্ডার করতাম না।”

কবি লেখক ও সাংবাদিক নাজমুল কবির বলেন, “আধাপ্লেট পরিমাণ চটপটি খেতে হলেও গুনতে হচ্ছে ৮০ টাকা! আবার এখানে না খেয়েও উপায় নেই। এই চত্বরে খাবারের জন্য কেবল এই একটি ক্যান্টিন। আমরা আছি উভয় সংকটে।”

দাম বেশি রাখার বিষয়ে জানতে চাইলে ক্যান্টিনে দায়িত্বরত কর্মচারীদের কেউ কিছু বলতে রাজি হননি। ক্যাশের দায়িত্বে থাকা রফিক জানান, “আসলে পুরো বিষয়টি আমাদের আওতাধীন না। ক্যান্টিনের মূল দায়িত্বে যারা রয়েছেন, তারাই খাবার মূল্য নির্ধারণ করেছেন।”

এ ব্যাপারে জানতে মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোনে বলেন, “আগামীকাল খাবারের মূল্য তালিকা জেনে ক্যান্টিন পরিচালকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এখন আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না।”

সানবিডি/ঢাকা/আহো