টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০২-২৫ ১৬:৩৫:২৭


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শুক্রবার বেলা ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে সফরকারীদের ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল।

এদিকে, আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। কোনোরকম ঝুঁকি নিতে চান না টাইগাররা। প্রথম জয়ের ধারাটা ধরে রেখে আজই তারা সিরিজ নিশ্চিত করতে চান। অন্যদিকে, আফগানিস্তানও সিরিজ হাতছাড়া করতে রাজি নয়। আফগানদের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো। সে লক্ষ্য আজ তাদের একাদশে তিনটি বদল এনেছে সফরকারীরা। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবের বদলে দলে এসেছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪৫ রানে ৬ উইকেট হারানোর পরও অবিশ্বাস্য জয় পায় টাইগাররা। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের রেকর্ড জুটিতে আসে এই সাফল্য।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।