একই পরিবারে ৫ জনকে হত্যা, আটক ২২

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০২-২৬ ১৪:১৮:৩৮


বান্দরবা‌নের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়‌নের আবু পাড়ায় পাড়াপ্রধানসহ তার চার ছে‌লেকে কু‌পি‌য়ে হত্যার ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে রুমা থানা পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, কারবারি (পাড়াপ্রধান) ও তার চার ছেলেকে পরিকল্পিত খুন করার অপরাধে এজাহারভুক্ত আসামি হিসেবে এই ২২জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই রুমা উপজেলার একই এলাকার (আবু পাড়া) বা‌সিন্দা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা আদালতে আসামিদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রুমা থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী।

কুসংস্কার ও পাড়ার ঝুমের জমি বিরোধ নিয়ে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে আবু পাড়ার একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হ‌লেন— কারবারি ল্যাংরুই ম্রো (৬০), তার ছে‌লে রুংথুই ম্রো (৪৫), লেংরুং ম্রো (৪২), ‌মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)। হত্যার পর পাঁচটি লাশগুলো গুম করার উদ্দেশ্যে আবু পাড়ার পার্শ্ববর্তী জঙ্গলে ঝরনার গভীর খাদে ফেলে দেওয়া হয়। পরে খবর পেয়ে গতকাল (শুক্রবার) বিকালে লাশ পাঁচ মরদেহ উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসে পুলিশ।

শুক্রবারই নিহত ল্যাংরুই ম্রোর স্ত্রী হাইপয় ম্রো বাদী হয়ে রুমা থানায় পরিকল্পিত হত্যা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।